রবিবার, ১৯ এপ্রিল, ২০০৯

ছাত্রলীগের কমিটি গঠন

মিলন সভাপতি সাইমুন সম্পাদক

অবশেষে ৫ বছর পর 

পবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি  গঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

অবশেষে দীর্ঘ ৫ বছর কমিটিহীন থাকার পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোঃ মিলন মিয়াকে সভাপতি ও মোঃ আমিনুল ইসলাম সাইমুনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে। উল্লেখ্য, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ২০০৩ সালে ছাত্রলীগের কমিটি গঠিত হয়। এরপর উক্ত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে পবিপ্রবিতে ছাত্রলীগ চলছিল অভিভাবকহীন অবস্থায়। সৃষ্টি হচ্ছিল বিভিন্ন বিশৃঙ্খলার। এ কমিটি গঠিত হওয়ার পর এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংঘর্ষসহ বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনার অবসান হবে বলে ধারনা করা হচ্ছে। এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ হুমায়ুন কবির আমিন ও মোঃ সাইদুর রহমান জুয়েল। পটুয়াখালী জেলা ছাত্রলীগ ও পবিপ্রবি শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটি এবং ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শাহজাহান মিয়া এমপি, হুইপ আসম ফিরোজ এমপি, মোঃ গোলাম মাওলা রনি এমপি, কেন্দ্রীয় আ’লীগের সহ-সম্পাদক এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেনের সুপারিশক্রমে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ শফিকুল ইসলাম বাছেক ও কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মনছুর হক বাবু এ কমিটি অনুমোদন করেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে আগামী একমাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এছাড়াও, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে জেলা মর্যদা দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।