রবিবার, ১ নভেম্বর, ২০০৯

মাদারীপুর থেকে কোন মন্ত্রীকে বাদ দিলে জোট সরকারের আমলে উন্নয়ন বঞ্চিত মাদারীপুরের উন্নয়ন চরমভাবে ব্যাহত হবে

মাদারীপুর থেকে কোন মন্ত্রীকে বাদ দিলে জোট সরকারের আমলে উন্নয়ন বঞ্চিত মাদারীপুরের উন্নয়ন চরমভাবে ব্যাহত হবে

-পবিপ্রবিস্থ বৃহত্তর ফরিদপুর সমিতি

স্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর থেকে কোন মন্ত্রীকে বাদ দিলে জোট সরকারের আমলে উন্নয়ন বঞ্চিত মাদারীপুরের উন্নয়ন চরমভাবে ব্যাহত হবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়স্থ বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি আহমাদ রাসেল ও সাধারণ সম্পাদক মাহাবুব শিকদার রবিবার এক বিবৃতিতে এ কথা বলেন। তারা বলেন, ১ নভেম্বর ২০০৯ইং তারিখে প্রকাশিত দৈনিক ইনকিলাবে ‘জানুয়ারীতে মন্ত্রী পরিষদে বড় ধরনের রদবদল হওয়ার সম্ভাবনা’ শিরোনামে প্রকাশিত সংবাদের অংশ বিশেষের প্রতি আমরা আশ্চার্যান্বিত হয়েছি। তারা আরো বলেন, বিভিন্ন স্বাধীনতা বিরোধী শক্তি ও সাবেক জোট সরকারের আমলে বৃহত্তর ফরিদপুরের অন্যান্য জেলার মতো মাদারীপুর জেলা চরমভাবে উন্নয়ন বঞ্চিত হয়। এ কারনে নদী ভাঙন ও বন্যা কবলিত মাদারীপুর জেলার আপামার জনসাধারণ শিক্ষা, চাকুরী, ব্যবসায়-বানিজ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন কর্মকান্ডে অত্যন্ত পিছিয়ে আছে। তাদের অপরাধ (!) যে তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগকে আজীবন ভোট দিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিন বদলের মন্ত্রী সভায় মাদারীপুর জেলার দুইজন সংসদ সদস্য পূর্ন মন্ত্রীর মর্যাদায় রয়েছেন। যা মাদারীপুর জেলা বাসিকে এনে দিয়েছিল স্বস্থি। মাদারীপুর বাসি উন্নয়নের আশায় বুক বেধে ছিল। কিন্তু এখন মাদারীপুর জেলা থেকে কোন মন্ত্রীকে বাদ দেওয়া হলে উন্নয়ন বঞ্চিত মাদারীপুরের উন্নয়ন আবার চরমভাবে বাঁধাগ্রস্থ হবে। উল্লেখ্য, মাদারীপুর জেলার মাননীয় দুইজন মন্ত্রী ক্লীনম্যান হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে কোন প্রকার বিতর্কিত কর্মকান্ডের অভিযোগের কথা আমরা কখনও শুনিনি। আমদের জানা মতে, তারা দেশ ও জাতির সেবায় অত্যন্ত নিবেদিত প্রাণ। কোনপ্রকার মিথ্যা অভিযোগে তাদের মত দক্ষ ও নিবেদিত প্রাণ ব্যক্তিকে বাদ দিলে শুধু বৃহত্তর ফরিদপুর-মাদারীপুরবাসিই নয় সমগ্র দেশ বাসিই উন্নয় বঞ্চিত হবে। আমরা প্রত্যাশা করি মাদারীপুর জেলা থেকে নির্বাচিত দুইজন সংসদ সদস্য ও মন্ত্রী দেশের দিনবদল ও ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রনী ভুমিকা রাখবেন।