পবিপ্রবিতে মতবিনিময় সভা
সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ
করেছে
-হুইপ আ.স.ম. ফিরোজ
স্টাফ রিপোর্টারঃ

জাতীয় সংসদের হুইপ আ.স.ম. ফিরোজ এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নেও সরকার সবধরনের চেষ্টা অব্যহত রাখবে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভিসি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর মোহাম্মদ আলী, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রবিউল হক, উচ্চশিক্ষা ও গবেষণা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ, কৃষি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক শামসুল হক হাওলাদার, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মোঃ জহুরুল ইসলাম শাহীন, পবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ মিলন মিয়া, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাইমুন, দুমকি উপজেলা আওয়ামীলীগের যুগম আহবায়ক মোঃ শাহজাহান সিকদার প্রমুখ।