পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিবিএ প্রোগামে নবীন বরন ও বিদায় অনুষ্ঠান
স্টাফ রিপোর্টারঃ

পটুয়খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গতকাল রবিবার ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থীদের নবীন বরন ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিবিএ এর শিক্ষার্থীদের উদ্যোগে প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিসি ও অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ডীন প্রফেসর ড. সুলতান আহমেদ। অন্যান্যের মধ্যে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন একাউন্টিং বিভাগের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, তকিবুর রহমান, জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিবিএ ১ম ব্যাচের শিক্ষার্থীদেরকে বিদায় ও ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদেরকে বরন করে নেওয়া হয়। এছাড়াও অনুষদের নবনিযুক্ত ডীনকে বরন ও সাবেক ডীনকে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, প্রতিটি গ্রাজুয়েট হলো এক একটি স্যাটেলাইট সরূপ। বিজনেস গ্রাজুয়েটরা তাদের সাফল্যের মাধ্যমে এই বিশ্ববিদ্যালেয়র সুনাম বৃদ্ধি করবে। একাউইন্টিং বিভাগের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদে নানাবিধ সংকট থাকলেও আজ আমরা সার্থক যে একটি ব্যাচ এখান থেকে পাশ করে বের হয়ে যাচ্ছে।