শুক্রবার, ২৪ এপ্রিল, ২০০৯

খালেদা জিয়ার বাড়ি ছাড়ার দাবিতে পবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার বাড়ি ছাড়ার দাবিতে

পবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টারঃ

খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের মইনুল রোড়ের বাড়ি ছাড়ার দাবীতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

শুক্রবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় পবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ মিলন মিয়া বলেন, ক্যান্টনমেন্ট কোন রাজনীতির জায়গা হতে পারে না। দুই শতাধিক সেনা অফিসার হত্যার ষড়যন্ত্রকারী খুনি খালেদার ক্যান্টনমেন্টে বসবাসের কোন অধিকার নেই। তিনি হুশিয়ারী দিয়ে বলেন, যদি স্বেচ্ছায় ঐ বাড়ি ছেড়ে না দেয় তাহলে বাংলার জনগনকে সাথে নিয়ে ছাত্রলীগ খালেদা জিয়াকে রাস্তায় নিক্ষেপ করবে। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাইমুন, সবুজ রায়, তানজিল, নাহিদ আফ্রিদী শাতিল, তুষার, ফয়সাল প্রমুখ নেতৃবৃন্দ।