শুক্রবার, ২৪ জুলাই, ২০০৯

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে ২০০ কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে
২০০ কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ইউএনএস(ঢাকা):বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান জানিয়েছেন নবায়নযোগ্য জ্বালানি খাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর দেয়া ঋণে পুনঃঅর্থায়ন করতে ২০০ কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দিন দিন বেড়ে চলা জ্বালানি সংকট এড়াতে এ খাতে বিনিয়োগ উৎসাহিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বাজেট রিপোর্টিং-এর ওপর এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করতে এসে সোমবার গভর্নর আগামী অর্থবছর নিয়ে তার উচ্চাশার কথা জানান। গভর্নর ড. আতিউর বলেন, "আমারা রাতারাতি বাংলাদেশকে বদলে দিতে পারব না। কিন্তু ভরাসা তৈরি করতে পারলে বিনিয়াগ ও প্রবৃদ্ধি দুই-ই বাড়বে।" আস্থাহীনতার কারণে এতদিন অনেক বিনিয়োগ আটকে ছিল- একথা জানিয়ে ড. আতিউর বলেন, বিনিয়োগের বড় বাধা জ্বালানি সংকট। এটি কাটাতে সরকারের অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যাংক ঋণ পুনঃঅর্থায়ন করতে বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকার তহবিল গঠন করছে।