শাহজাহান খানকে মন্ত্রী করায়
প্রধানমন্ত্রীকে পবিপ্রবিস্থ বৃহত্তর ফরিদপুর সমিতির অভিনন্দন
বৃহত্তর ফরিদপুরের কৃতিসন্তান ও মাদারীপুর সদর আসনের এমপি শাহজাহান খানকে নৌ পরিবহন মন্ত্রী করায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়স্থ বৃহত্তর ফরিদপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আহমাদ রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, সাবেক জোট সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারনে উন্নয়ন বঞ্চিত মাদারীপুরের এমপি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খানকে মন্ত্রী নিযুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী মাদারীপুর বাসীর প্রতি তার অফুরন্ত ভালবাসার পরিচয় দিয়েছেন। আহমাদ রাসেল আরো বলেন, শাহজাহান খানের মতো একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে মন্ত্রী নিযুক্ত করায় নৌ পরিবহন খাতের উন্নয়নের মাধ্যমে সমগ্র জাতি উপকৃত হবে।