পবিপ্রবিতে পবিত্র শবে বরাত পালিত
স্টাফ রিপোর্টারঃ
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভির্যের সহিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। এ উপলক্ষ্যে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হলের মসজিদে-মসজিদে দোয়া ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়। মসজিদে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ-জাতি, বিশ্ববিদ্যালয় ও মানবতার কল্যাণ কামনা করে দোয়া করা হয়। শবে বরাত উপলক্ষ্যে হলের ডাইনিংয়ে বিশেষ খাবার পরিবেশন করা হয়।