পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
মোঃ শরিফুল ইসলামঃ
৭৫এর ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচার দাবির মধ্যদিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকাল সাড়ে ৮ টায় একাডেমিক ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ রবিউল হক কর্তৃক পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোষ্ট কাউন্সিল কনভেনর, বিভিন্ন হলের প্রভোষ্ট, শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ পুষ্পার্ঘ অর্পন করেন। এছাড়াও কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, শোক র্যালী, দেয়ালিকা উন্মোচন, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, দোয়া মাহফিল, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন আমেরিকা থেকে এ অনুষ্ঠান উপলক্ষে এক শোক বাণী দেন।
সকাল সাড়ে ৮ টায় একাডেমিক ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ রবিউল হক, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, প্রভোষ্ট কাউন্সিল কনভেনর, বিভিন্ন হলের প্রভোষ্ট, শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ। সকাল পৌনে ৯টায় ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ রবিউল হক ও রেজিস্ট্রার ড. নির্মল চন্দ্র সাহার নেতৃত্বে এক শোক মিছিল একাডেমিক ভবনের সম্মুখ থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উক্ত শোক মিছিলে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র- ছত্রী ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৯ টায় একাডেমিক ভবনের সামনে ‘‘স্বাধীন সূর্য্য ও বঙ্গবন্ধু’’ দেয়ালিকার উন্মোচন করেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ রবিউল হক। সকাল ১১ টায় তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অডিটরিয়ামে অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মোঃ আলী আজগর ভূঁইয়ার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ রবিউল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ, রেজিস্ট্রার ড. নির্মল চন্দ্র সাহা, প্রক্টর ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রফেসর ড. মোঃ গোলাম রববানী আকন্দ, ছাত্র-ছাত্রীদের মধ্যে মোঃ মিলন মিয়া, সাইদুর রহমান জুয়েল প্রমূখ। পরে বঙ্গবন্ধুর প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বৃহত্তর ফরিদপুর ছাত্র কল্যাল সমিতির সভাপতি এবং পিএসটিইউ নিউজের সম্পাদক আহামদ রাসেল শনিবার এক শোক বার্তায় শোককে শক্তিতে পরিনত করে পুরো জাতিকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রতি আহবান জানান। এছাড়াও তিনি ৭৫ এর ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন। তিনি বলেন, যুদ্ধাপরাধী ও ৭৫ এর ঘাতকদের বিচার না করতে পারলে বাঙ্গালী জাতিকে আজীবন অকৃতজ্ঞ জাতি হিসেবে অপমানের বোঝা বয়ে যেতে হবে।