রবিবার, ১৬ আগস্ট, ২০০৯

বছরে নষ্ট হচ্ছে ৪৫ কোটি শ্রমঘন্টা, ক্ষতি ১২ হাজার কোটি টাকা


বছরে নষ্ট হচ্ছে ৪৫ কোটি শ্রমঘন্টা, ক্ষতি ১২ হাজার কোটি টাকা

ইউএনএস (ঢাকা):যানজটে অতিষ্ঠ রাজধানীবাসী। সময়মতো কর্মস্থলে পৌঁছানোই দায়। বছরে নস্ট হচ্ছে ঢাকাবাসীর ৪৫ কোটি শ্রমঘন্টা। আর্থিক ক্ষতি ১২ হাজার কোটি টাকা। নগরবাসীর দীর্ঘদিনের এই ভয়াবহ ভোগান্তি নিয়ে কারোরই যেন কোনও মাথাব্যথা নেই। নেই কোনও সমন্বিত উদ্যোগ। শিগগিরই এর একটি বিহিত না করলে অদূর ভবিষ্যতে ঢাকা অচল হয়ে পড়বে� এই আশংকা পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে কাজ করা গবেষকদের। দেশ টিভি মহানগরী ঢাকা বিশ্বের অন্যতম শীর্ষ যানজট প্রবণ শহর। এ যানজট রাজধানীর রাজপথ থেকে শুরু করে পাড়ার অলি-গলি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নিত্যদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রায় সব রাস্তায় দেখা যায় যানজট
। রাজধানীর মগবাজার, ফার্মগেইট, মহাখালি, মতিঝিলের মত গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখন যানজটের কারণে অনেক গণপরিবহনের চালকদের কাছে বিখ্যাত হয়ে উঠেছে। পুরো ঢাকাই এখন যানজটের গ্রাসে। ঢাকার উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম সব প্রান্তের মানুষকেই ভোগাচ্ছে এই নগর বিড়ম্বনা। রাজধানীতে যানজটের কারণে প্রতিদিন অপচয় হচ্ছে প্রায় ৩৩ কোটি টাকা। এ হিসাবে প্রতিবছর ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার কোটি টাকা। যা দেশের এবারের জাতীয় বাজেটের প্রায় ১০ শতাংশ। কয়েক বছর ধরে গবেষণা চালিয়ে জ্বালানির অপচয় ও কর্মঘণ্টার হিসাব ধরে আর্থিক এ ক্ষতির পরিমাণ নিরূপণ করেছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে প্রতিদিন যানজটের কারণে যে বিপুল পরিমাণ মূল্যবান জ্বালানি ও সময় অপচয় হচ্ছে তা দেশের সামষ্টিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও এ বিষয়ে যথাযথ গুরুত্ব না দেয়ার কারণে এই ধরনের ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। এতে শুধু অর্থই নয় সঙ্গে সঙ্গে সময়, উৎপাদন ও মানুষের উদ্যম নষ্ট হচ্ছে।

সম্পাদনায়ঃ মোঃ শরিফুল ইসলাম