ইউকেবিডিনিউজ এর লন্ডন কার্যালয় পরিদর্শন করলেন
স্পিকার এডভোকেট আব্দুল হামিদ
লন্ডন প্রতিনিধিঃ
বিলেতে বাংলা মিডিয়া প্রসারে ইউকেবিডিনিউজ এর ভূমিকা অনস্বীকার্য। তরুণ মেধাবী সাংবাদিকদের সমন্বয়ে ইউকেবিডিনিউজ স্বতন্ত্রধারা বজায় রেখে কাজ করে যাবে বলে প্রত্যাশা করি। প্রবাসে থেকেও ইউ
কেবিডিনিউজ এর নিয়মি
ত সংবাদ আপডেট করা চাট্টিখানি কথা নয়। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে পারলেই এই মিডিয়া শুধু প্রবাসেই নয়, বাংলাদেশে শীর্ষস্থান দখল করে নিতে পারবে। গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে ইউকেবিডিনিউজ এর লন্ডন কার্যালয় পরিদর্শনকালে স্পিকার এডভোকেট আব্দুল হামিদ খান এ কথা বলেন।
স্পিকার আরো বলেন, বর্তমান সরকার মিডিয়ার প্রতি খুবই আন্তরিক। ডিজিটাল বাংলাদেশ গঠনে মিডিয়ার সহযোগিতা প্রয়োজন।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাংবাদিকদের স্বাধীনতা অবরুদ্ধ করা হয়েছিল, কিন্তু বর্তমানে নির্বিঘ্নে মিডিয়কর্মীরা কাজ করছে
। এসময় স্পিকার এডভোকেট আব্দুল হামিদ কমনওয়েলথ ল কলেজের প্রিন্সিপাল ড. বাহার উদ্দিন চৌধুরীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে স্পিকাল আব্দুল হামিদ বলেন,
প্রবাসীরা যাতে সংসদের অধিবেশন সরাসরি দেখতে পারে সেজন্য শীঘ্রই একটি টিভি চ্যানেল চালু করা হবে। আর এর সম্পূর্ণ কার্যক্রম পরিচালিত হবে সংসদ ভবন থেকে। অধিবেশন ছাড়া বাকি সময়ে বিনোদন এবং শিক্ষা বিষয়ক অনুষ্ঠান প্রচার করা হবে। তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে সাংবাদিকদের সংসদ অধিবেশনের সংবাদ কাভারেজ এর জন্য ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হতো। বর্তমান সরকার আসার পর সংসদে মিডিয়া সেন্টার চালু করে দিই, যেখানে ইন্টারনেটসহ সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে। ইউকেবিডিনিউজ এর কার্যালয় পরিদর্শনকালে তিনি ইউকেবিডিনিউজ এর সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে অবগত হন এবং সে সময়ে নিজেই একটি সংবাদ আপডেট করেন। ইউকেবিডিনিউজ এর কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ইউকেবিডিনিউজ এর সম্পাদক সোয়েব কবীর, এস এস কবীর, হেফাজুল করিম রকিব, মাহবুব হাসান জুয়েল, আবুল কাশেম, শহিদুল ইসলাম তারেক। উল্লেখ্য, ইউকেবিডিনিউজ লন্ডন থেকে প্রকাশিত প্রথম অনলাইন বাংলা দৈনিক সংবাদপত্র। এটি শুধু বৃটেনেই নয়, পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নিউজ সাইট। বর্তমানে এর প্রতিদিন গড়ে ৩০০০০ পাঠক নিয়মিত এটি পড়ে থাকেন। ইউকেবিডিনিউজ এর ওয়েবসাইট হলো : www.ukbdnews.com
সম্পাদনায়ঃ আহমাদ রাসেল, পটুয়াখালী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ইউকেবিডিনিউজ; সম্পাদক, পিএসটিইউ নিউজ।