বুধবার, ২৯ এপ্রিল, ২০০৯

রিজভীর পিতার মৃত্যুতে শোক

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়স্থ

বৃহত্তর ফরিদপুর সমিতির উপদেষ্টা রিজভীর পিতার মৃত্যুতে শোক

 স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়স্থ বৃহত্তর ফরিদপুর ছাত্র কল্যাণ এসোসিয়েশনের উপদেষ্টা এ এস এম রিজভীর পিতা আবদুল খালেকের (৬৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের পবিপ্রবি শাখার সভাপতি, পবিপ্রবিস্থ বৃহত্তর ফরিদপুর ছাত্র কল্যাণ এসোসিয়েশনের সভাপতি PSTU NEWS এর সম্পাদক আহমাদ রাসেল। বুধবার এক শোক বার্তায় তিনি মরহুমের পরিবার পরিজনের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। শোক বার্তায় তিনি তার পরিবারের প্রতি ধৈর্য ধারনের আহবান জানান। উল্লেখ্য, আবদুল খালেক বুধবার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্নাল্লিাহী ... রজিউন। মরহুম আবদুল খালেক অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ছিলেন। এছাড়াও ডিবেটিং সোসাইটি অব পিএসটিইউ এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছে।