পবিপ্রবি রিজেন্ট বোর্ডের ১৩তম সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৩তম সভা শনিবার সকাল ১০ টায়
রিজেন্ট বোর্ড সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রিজেন্ট বোর্ডের সভাপতি ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য ও টাংগাইল-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু , পবিপ্রবি’র কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো: হারুনর রশীদ, প্রফেসর আ. ক. ম. মোস্তফা জামান, প্রানরসায়ন বিভাগের প্রফেসর ড. মো: রবিউল হক, শিল্পপতি হারুন-অর-রশীদ হাওলাদার। সভা পরিচালনা করে
ন পবিপ্রবি’র রেজিষ্ট্রার ড. নির্মল চন্দ্র সাহা । সভায় পবিপ্রবি’র ২০০৮-২০০৯ অর্থ বছরের সংশোধিত এবং ২০০৯-২০১০ অর্থ বছরের মূল বাজেট অনুমোদন, পবিপ্রবি’র সংশোধিত অর্গানোগ্রাম অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আ
লোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহফুজুর রহমান সবুজ সাংবাদিকদের জানান।