বুধবার, ৮ জুলাই, ২০০৯

পবিপ্রবির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী দিনভর বর্ণাঢ্য আয়োজন

মোঃ আল-আমিন শেখ, স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার। ২০০০ সালের ৮ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে এ বিশ্ববিদ্যালয়টি। সময়ের গতিধারায় বিশ্ববিদ্যালয়টি শৈশবে অবস্থান করলেও উচ্চশিা বিস্তারে অপরিসিম ভূমিকা পালনের মাধ্যমেই পার করেছে ৯টি বছর। বৃহস্পতিবার ১০ বছরে পা রাখছে দণিাঞ্চলের এই গর্বিত প্রতিষ্ঠনটি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে গ্রহন করা হয়েছে বর্ণাঢ্য ও ব্যাপক কর্মসূচী। এ দিনটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপ 'বিশ্ববিদ্যালয় দিবস' হিসেবে উদযাপন করছে। এবার প্রথমবারের মতো পালিত হচ্ছে দিবসটি। ইতোমধ্যেই ক্যাম্পাস সেজেছে বর্নিল সাজে। গোটা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। সকাল ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, উদ্বোধনী ফেস্টুন ও পায়রা অবমুক্তকরন এবং র্যালীর মাধমে শুরু হবে বিশ্ববিদ্যালয় দিবসের কার্যক্রম। সকাল ১১টায় অতিথিবৃন্দের আসন গ্রহন, বিশ্ববিদ্যালয় পরিচিতি উপস্থাপনা, সাড়ে ১১টায় 'দারিদ্র বিমোচনে খাদ্য নিরাপত্তা ও দূর্যোগ ব্যবস্থাপনা' শীর্ষক বিশেষ প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. শাহজাহান মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও কৃষিবিদ ইনিস্টিটিউশন মহাসচিব আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ভিসি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসন। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।